Sunday 20 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টির আভাস, চন্দ্রগ্রহণের খবর গুজব


৬ জুন ২০২০ ১৪:০২

ঢাকা: আজ রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে সারাদিন কখনও মেঘ কখনও সূর্যের দেখা মিলবে। তবে সূর্য-মেঘের এমন লুকোচুরি খেলায় দিনের শেষে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।

শনিবার (৬ জুন) সকালে সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আফতাব হোসেন।

তিনি বলেন, আজ রাজধানীসহ দেশের অধিকাংশ স্থানে কখনও সূর্যের আলো থাকবে। আবার কখনও তা মেঘে ঢেকে যাবে। তবে বিকেল থেকে সন্ধ্যা অথবা রাতের শুরুতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, তবে দুপুরের দিকেও মৌসুমি প্রভাবে কিছু জায়গায় বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে। কিন্তু রাজধানী ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম ও বরিশালে বিকেলের পর বৃষ্টির দেখা মিলতে পারে। সন্ধ্যার পর হালকা কিংবা মাঝারি বৃষ্টিপাত ভারি বর্ষণেও রূপ নিতে পারে। আজ বড় ধরণের কোনো ঝড়ের সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

এদিকে, সকাল থেকে সোস্যাল মিডিয়াতে আজ রাতে চন্দ্রগ্রহণের খবর ছড়িয়ে পড়লেও সেটি গুজব বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আফতাব হোসেন। তিনি বলেন, এ ধরণের কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে ২১ জুন সূর্যগ্রহণ হবে। আজ চন্দ্রগ্রহণ হওয়ার কোন সম্ভাবনা নেই।

আবহাওয়া

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর