ঢাকা: রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করেছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড় ও আশপাশের সড়কগুলোতে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
রোববার (৪ জানুয়ারি) সকাল ১০টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন এবং অবরোধ গড়ে তোলেন।
সরেজমিনে দেখা যায়, ফার্মগেট মোড়সহ আশপাশের সড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, যা ওই এলাকায় চলাচলকারী যানবাহনকে বাধাগ্রস্ত করেছে। এর ফলে ফার্মগেট, তেজগাঁও ও আশপাশের এলাকায় দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। সাধারণ যাত্রী ও অফিসগামী মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।
এই আন্দোলনের পেছনে রয়েছে গত ৬ ডিসেম্বর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে সংঘর্ষের ঘটনা। ওই সংঘর্ষে কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা (১৮) গুরুতর আহত হন। ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর থেকে সাকিবুলের সহপাঠীরা দোষীদের বিচারের দাবিতে আন্দোলন করে আসছেন।