Thursday 16 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে জামায়াতের ৭ নেতাকর্মী হত্যা মামলায় আ.লীগ নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ আগস্ট ২০২৫ ১১:৩৩ | আপডেট: ২০ আগস্ট ২০২৫ ১৩:১১

আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক গ্রেফতার।

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জামায়াত-শিবিরের সাত নেতাকর্মীকে হত্যা মামলায় বসুরহাট পৌরসভা ৬নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিককে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২০ আগস্ট) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে, মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে বসুরহাট পৌরসভা ৬নম্বর ওয়ার্ডের খাল ব্যাপারী বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার নজরুল ইসলাম মানিক একই বাড়ির আবুল কালামের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম জানান, আওয়ামী লীগ নেতা মানিক কোম্পানীগঞ্জে জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী হত্যা মামলার আসামি। গত ৫ আগস্টের আওয়ামী সরকার পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০১৩ সালে ১৪ ডিসেম্বর নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের উপজেলা গেইটে জামায়াত-শিবিরের সাত নেতাকর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এই হত্যার ঘটনায় নিহত জামায়াত কর্মী সাইফুল ইসলামের বড় ভাই মো. আমিরুল ইসলাম বাদী হয়ে আদালতে একটি মামলার আবেদন করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে কোম্পানীগঞ্জ থানাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়।

পরবর্তীতে গত ২৬ সেপ্টেম্বর নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের নেতাকর্মী হত্যার ঘটনায় বসুরহাট পৌরসভার সাবেক মেয়র আবদুল কাদের মির্জা, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদল, সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুজ্জামানসহ ১১২ জনের বিরুদ্ধে হত্যা মামলা রুজু করা হয়।

বিজ্ঞাপন

মোংলায় বিএনপির উঠান বৈঠক
১৬ অক্টোবর ২০২৫ ১৭:১৮

ঢাকা মেডিকেলে ভুয়া চিকিৎসক আটক
১৬ অক্টোবর ২০২৫ ১৭:০৪

আরো

সম্পর্কিত খবর