কুষ্টিয়া: কুষ্টিয়ায় মহাশ্মশান মন্দির থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল ১০টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সকালে কয়েকজন পূজারী ও মন্দিরে থাকা স্থানীয়রা মৃতদেহটি ভেতরে পড়ে থাকতে দেখেন। বিষয়টি কুষ্টিয়া মডেল থানাকে জানালে, পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, ‘মহাশ্মশান মন্দির থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের পর পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।’