গাজীপুর: আওয়ামী লীগের ডাকা লকডাউনে গাজীপুরে জনজীবনে তেমন কোনো প্রভাব পড়েনি। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। শহরের দোকানপাট ও বাজারগুলোর চিত্রও স্বাভাবিক ছিল।
এদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণার তারিখ ও আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সম্ভাব্য নাশকতা ঠেকাতে গাজীপুর মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক প্রস্তুতিতে রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, গাজীপুর চৌরাস্তা, ভোগরা বাইপাস, শিববাড়ি মোড়সহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ, র্যাব, সেনা ও বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন। তারা মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন।