কুমিল্লা: কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের ঐতিহ্যবাহী টাউন হল মাঠে একই দিনে বিএনপির দুই গ্রুপ পৃথক কর্মসূচি ঘোষণা করায় নগরবাসীর মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) কুমিল্লা-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ এবং মনোনয়ন বঞ্চিত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন সমর্থিত গ্রুপের দোয়া-মিলাদ অনুষ্ঠান— দুটি কর্মসূচিই একই স্থানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, মনিরুল হক চৌধুরী আগেই টাউন হলে নির্বাচনী গণসংযোগের অনুমোদন নিয়েছেন। অন্যদিকে মনোনয়ন বঞ্চিত ইয়াছিনের পক্ষে আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান টাউন হল মাঠে দোয়া মাহফিলের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন জমা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ২০ নভেম্বর তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ আয়োজন করা হবে। টাউন হল কর্তৃপক্ষ তাদেরকে একই দিনে অন্য কোনো কর্মসূচি থাকার কথা জানায়নি বলে দাবি করেছেন।
দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম বলেন, “মনিরুল হক চৌধুরীর গণসংযোগের অনুমতি আমরা তিন দিন আগেই নিয়েছি। আমরা চাই সমঝোতার মাধ্যমে কর্মসূচি আয়োজন হোক; কোনো ধরনের সংঘাত হোক তা আমরা চাই না।”
কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, একই স্থানে একই দিনে দুই পক্ষের সমাবেশের আবেদন এসেছে। যেহেতু উভয় পক্ষ একই দলের, তাই আমরা সমঝোতার মাধ্যমে কর্মসূচি আয়োজনের পরামর্শ দিয়েছি।
কুমিল্লা পুলিশ সুপার নাজির আহম্মেদ খানকে এ বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি।
নগরবাসীর মধ্যে সমাবেশের সম্ভাব্য উত্তেজনা নিয়ে নানা আলোচনা ও উদ্বেগ দেখা দিয়েছে।