Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরগঞ্জে যুবকের মৃতদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ নভেম্বর ২০২৫ ১৭:৩৩

প্রতীকী ছবি।

গাইবান্ধা: জেলার সুন্দরগঞ্জে রাস্তার ওপর পড়ে থাকা সাইফুল ইসলাম (৩৮) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২২ নভেম্বর) দুপুরে মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সকালেই সুন্দরগঞ্জ পৌরশহরের পূর্ব-বাইপাস মোড় এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয় এবং সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হয় থানার এসআই শামসুল আলমের তত্ত্বাবধানে।

সাইফুল ইসলাম পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের রামডাকুয়া মহল্লার আ. সাত্তারের ছেলে।

পুলিশ জানিয়েছে, গভীর রাতে বা ভোরের কোনো এক সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সঙ্গে জড়িত গাড়ি বা চালককে এখনও শনাক্ত করা যায়নি।

বিজ্ঞাপন

সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হাকিম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানিয়েছেন, আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর