পাবনা: পাবনার সুজানগর উপজেলায় মিলন হোসেন (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে সুজানগর উপজেলার রাইশিমুল গ্রামের রাস্তার পাশে লাশটি পাওয়া যায়।
স্থানীয়রা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহত মিলন হোসেন ছিলেন সাঁথিয়া উপজেলার হৈজোর গ্রামের আব্দুল জলিলের ছেলে।
সুজানগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশটি উদ্ধার করে থানার মর্গে রাখা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের পর বিস্তারিত জানা যাবে।’