টাঙ্গাইল: জেলার মির্জাপুরে পরিবেশগত ছাড়পত্রবিহীন দুই ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে জেলা পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয় এর সহকারী কমিশনার ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলমের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক বিপ্লব কুমার সূত্রধর।
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নওশাদ আলম জানান, পরিবেশগত ছাড়পত্রবিহীন টাঙ্গাইলের মির্জাপুরে দুই ইটভাটায় মোবাইল কোর্ট চলাকালে সংশ্লিষ্ট ইটভাটার কিলন ভেঙে দেওয়া হয় এবং কাঁচা ইট ধ্বংস করা হয়। পাশাপাশি ইটভাটার সব কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই দুই ইটভাটাকে মোট ৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক তাপস চন্দ্র পাল জানান, পরিবেশ সুরক্ষা নিশ্চিত করতে জেলার অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর এবং বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহায়তা করেন।