Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে হরিণ শিকারের ২১০টি ফাঁদ জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ১৪:১১

সুন্দরবনে হরিণের ফাঁদ উদ্ধার।

সাতক্ষীরা: সাতক্ষীরা সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের অভিযানে হরিণ শিকারের জন্য রাখা ২১০ টি অবৈধ ফাঁদ জব্দ করা হয়েছে।

রোববার ( ১৮ জানুয়ারি) সাতক্ষীরা ফরেস্ট রেঞ্জার ফজলুল হক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

শনিবার (১৭ জানুয়ারি) সাতক্ষীরা রেঞ্জের কলাগাছিয়া টহলফাড়ির ফুলখালী এলাকায় স্টাফ ও সিপিজি সমন্বয়ে ফুট পেট্রলিং এর সময় সংরক্ষিত বনের বিভিন্ন এলাকা থেকে এসব ফাঁদ জব্দ করা হয়।

বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বনরক্ষীরা সুন্দরবনের অভ্যন্তরে বিশেষ অভিযান চালায়। অভিযানে হরিণ শিকারের উদ্দেশ্যে পাতা দড়ি দিয়ে তৈরি ফাঁদগুলো জব্দ করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে শিকারিরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

রেঞ্জার ফজলুল হক বলেন, ‘জব্দ করা ফাঁদগুলো ধ্বংস করা হয়েছে সুন্দরবনের বন্যপ্রাণী, বিশেষ করে হরিণ রক্ষায়। নিয়মিত টহল এবং অভিযানও জোরদার করা হয়েছে। অবৈধ শিকার বন্ধে বন বিভাগ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সংরক্ষিত সুন্দরবনে বন্যপ্রাণী রক্ষায় এই ধরনের ফুট পেট্রোলিং অব্যাহত থাকবে।

তিনি আরো বলেন, বন্যপ্রাণী রক্ষায় সংরক্ষিত সুন্দরবনে ফুট পেট্রোলিং এর কোনো বিকল্প নেই। এতে করে আমরা অন্তত নিরীহ প্রাণী গুলোকে বাঁচাতে পারি। দুষ্কৃতিকারীরা বিভিন্ন জায়গায় অসংখ্য ফাঁদ পেতে রাখে। আমাদের প্রতিটি স্টেশন এবং ক্যাম্পের অধীনে নিয়মিত পেট্রোলিং এর মাধ্যমে সেগুলো জব্দ করছি। এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর