Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুন্দরবনে অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে ৩ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ জানুয়ারি ২০২৬ ২১:১৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ২১:৩১

আটক জেলেরা।

সাতক্ষীরা: সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে একটি নৌকাসহ তিন জেলেকে আটক করেছে বন বিভাগ।

বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের আওতাধীন পুষ্পকাটি অভয়ারণ্যের মাইটের চরের খাল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন- খুলনা জেলার কয়রা উপজেলার পাথরখালী গ্রামের আজিবর সানার ছেলে আসাদুল সানা (৩৫), একই গ্রামের সামছুলর গাইনের ছেলে মিকানুর গাইন (৩৪) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সেন্ট্রাল কালিনগর গ্রামের আব্দুল করিম গাজীর ছেলে নাজিরুল গাজী (২৪)।

বিজ্ঞাপন

সাতক্ষীরা রেঞ্জের ফরেস্ট রেঞ্জার মো. ফজলুল হক জানান, সুন্দরবনের সংরক্ষিত ও অভয়ারণ্য এলাকায় মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। আটক জেলেদের বিরুদ্ধে বন আইন, ১৯২৭ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে তাদের সাতক্ষীরা বন আদালতে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর