Thursday 15 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়োগে অনিয়ম
চবি ভিসি ও ২ প্রো-ভিসির পদত্যাগ চায় ছাত্রদল

চবি করেসপন্ডেন্ট
১৫ জানুয়ারি ২০২৬ ১৮:৫৮ | আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৯:৫১

চবি শাখা ছাত্রদলের অবস্থান কর্মসূচি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে উপাচার্য ও দুই উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে নেমেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে চবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এ দাবি তুলে ধরেন।

এ সময় ছাত্রদলের নেতাকর্মীদের ‘শিক্ষালয়ে বৈষম্য, চলবে না চলবে না,’ ‘প্রশাসনের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘নিয়োগ বোর্ডে বৈষম্য, চলবে না চলবে না’, ‘ অবিলম্বে প্রশাসনের, পদত্যাগ করতে হবে।’– এসব স্লোগান দিতে শোনা যায়।

বিজ্ঞাপন

অবস্থান কর্মসূচিতে চবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘গত দেড় বছরে নিয়োগের নামে দলীয়করণ করা হয়েছে। যত অবৈধ নিয়োগ হয়েছে, তা অবিলম্বে বাতিল করতে হবে। পাশাপাশি উপাচার্য, উপ-উপাচার্য ও রেজিস্ট্রারকে পদত্যাগ করতে হবে। অন্যথায় আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।’

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াসিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীবান্ধব কোনো কাজ করছে না। তারা শুধু নিয়োগ নিয়েই ব্যস্ত। হাতেগোণা কিছু কাজ দেখিয়ে তারা নিজেদের আখের গুছিয়ে নিচ্ছে। এই প্রশাসনের পদত্যাগ ছাড়া কোনো বিকল্প নেই।’

সম্প্রতি চবিতে শতাধিক শিক্ষক-কর্মচারী নিয়োগ নিয়ে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ ওঠে। অনিয়ম তদন্তে বুধবার (১৫ জানুয়ারি) অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সারাবাংলা/এমআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর