Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডি‌বির পুলিশ পরিদর্শক হত্যার ঘটনায় মামলা


২২ মার্চ ২০১৮ ০৮:২৩ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:১৮

।।স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা : রাজধানীর মিরপুরের মধ্য পীরেরবাগে সন্ত্রাসীদের গুলিতে ডি‌বির পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন নিহত হওয়ার ঘটনায় একটি হত্যা মামলা দায়ের ক‌রে‌ছে পু‌লিশ।

বুধবার (২১ মার্চ) রাতে ডিবির এসআই শামীম আহমেদ বাদী হয়ে মিরপুর থানায় মামলাটি করেন।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) সৈয়দ নজরুল ইসলাম জানান, ওই ঘটনায় নিয়‌মিত মামলা রুজু করা হ‌য়েছে। মামলা নম্বর ৫৭।

এর আ‌গে, গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সূত্র জানিয়েছে, সোমবার (১৯ মার্চ) রাতে মিরপুরের পীরেরবাগ এলাকায় ডিবির পল্লবী জোনাল টিমের একটি দল অবৈধ অস্ত্র উদ্ধারে যায়। সেখানে সন্ত্রাসীরা গুলি চালালে পরিদর্শক জালাল উদ্দিন মাথায় গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ধানমন্ডির স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে দুইটায় তিনি মৃত্যুবরণ করেন। প‌রে এ ঘটনায় জ‌ড়িত স‌ন্দে‌হে নারীসহ তিনজনকে আটক করা হয়।

পুলিশের এই কর্মকর্তা ১৯৮৯ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ পুলিশের চাকরিতে যোগদান করেন। তিনি ২০০২ সালে এএসআই পদে, ২০০৭ সালে এসআই পদে ও ২০১৭ সালের ২৮ আগস্ট পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পান। তি‌নি ভাল কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন প্রশংসা ও আর্থিক পুরস্কার। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখার জন্য ২০১৩ সালে তিনি বাংলাদেশ পুলিশের সম্মানজনক পিপিএম-সেবা পদকে ভূষিত হন।

তিনি ২০০৬ সালের ৮ অক্টোবর ঢাকা মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন। ২০১৭ সা‌লের ৯ সেপ্টেম্বর ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগে যোগদান করেন তি‌নি। পুলিশের এই কর্মকর্তা ১৯৭০ সালে ঝিনাইদহ জেলার কালিগঞ্জের ভোলপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত বিশারত আলী মন্ডল। তিনি স্ত্রীসহ দুই কন্যা সন্তান রেখে গেছেন। তারা ভিকারুন নিসা নুন স্কুলের ছাত্রী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসআর/টিএম

আরও পড়ুন

মিরপুরে গুলিবিদ্ধ পুলিশ পরিদর্শকের মৃত্যু

সন্ত্রাসীর গুলিতে পুলিশ নিহত, আটক ৩

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর