Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনা-১ ও ২ আসন
নানা নাটকীয়তার পর ইসি জানাল নির্বাচন স্থগিত

‎স্টাফ করেসপন্ডেন্ট
১০ জানুয়ারি ২০২৬ ১৯:২৫ | আপডেট: ১০ জানুয়ারি ২০২৬ ২০:৪৯

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ছবি: সারাবাংলা

‎ঢাকা: পাবনা-১ ও পাবনা ২ আসনে নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ফলে ১২ ফেব্রুয়ারি ৩০০ আসনের মধ্যে ২৯৮ আসনে ভোট হবে।

‎শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনে প্রথম দিনে আপিলের শুনানি শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। ‎তিনি জানান, পাবনা ১ ও ২ আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

এর আগে, শুক্রবার (৯ জানুয়ারি) এ সংক্রান্ত নিউজ প্রচার হলে প্রথমে নির্বাচন কমিশন এবং পরে তথ‍্য অধিদফতর থেকে জানানো হয়, নির্বাচন স্থগিতের সিদ্ধান্তবিষয়ক সংবাদ সঠিক নয়। ওই সংবাদ প্রত‍্যাহার করার জন্য বিভিন্ন গণমাধ্যমে ফোনও করা হয়। কিন্ত আজ আবার নির্বাচন কমিশন এ সক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে, যার তারিখ ৬ জানুয়ারি।

বিজ্ঞাপন

৬ জানুয়ারি ইসির জারি করা ওই চিঠি থেকে জানা যায়, সীমানাসংক্রান্ত জটিলতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর নির্বাচন স্থগিত করা হয়েছে।

নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিটি এরই মধ্যে জেলা প্রশাসক, পাবনা ও রিটার্নিং অফিসারের কাছে পাঠানো হয়েছে।

‎ওই চিঠিতে বলা হয়, জাতীয় সংসদের নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর সীমানাসংক্রান্ত সিএমপি নং ১১০৫/২০২৫ এ মাননীয় আপিল বিভাগের ৫ জানুয়ারি ২০২৬ তারিখের আদেশের প্রেক্ষিতে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনি এলাকা ৬৮ পাবনা-১ ও ৬৯ পাবনা-২ এর নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত রাখার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছে।

‎আরও বলা হয়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

‎এ বিষয়ে ইসি সচিব বলেন, ‘গতকাল কিছু তথ্যগত অসঙ্গতি ছিল। তাই এই নিউজটি সরিয়ে ফেলতে বলা হয়েছিল। আপনারা আজ যে চিঠি পেয়েছেন সেটাই সঠিক।’

‎এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) এ সংক্রান্ত খবর গণমাধ্যমে প্রকাশ করা হলে খবরটি সঠিক নয় বলে দাবি করেন ইসির জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক।

‎তিনি জানান, পাবনা-১ ও পাবনা-২ আসনের নির্বাচন স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন- এ মর্মে ইসির উদ্ধৃতি দিয়ে যে সংবাদটি প্রচারিত হচ্ছে তা সঠিক নয়। এ বিষয়ে প্রচারিত সংবাদটি বন্ধ রাখার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর