Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকার মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে: পাটমন্ত্রী


২ মার্চ ২০১৯ ১৪:০৩

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট।।

নারায়ণগঞ্জ: বস্ত্রও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) ব‌লে‌ছেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশের শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে। শ‌নিবার (২ মার্চ) দুপু‌রে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপ‌জেলার গাজী ভব‌নে জাতীয় শ্রমিক লীগের আওতাভুক্ত রূপগঞ্জ উপ‌জেলা শ্র‌মিক কল্যাণ ক‌মি‌টির পক্ষ থে‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা জানানোর সময় তিনি এ কথা ব‌লেন।

আরও পড়ুন: ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন শেখ হাসিনা: গোলাম দস্তগীর গাজী

শ্রমিকদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, দেশে বিদেশে কাজ করতে শ্রমিকদের দক্ষ করে গড়ে তোলা হচ্ছে। সেইসঙ্গে শ্রমিকদের কর্মক্ষেত্র যেন শান্তিপূর্ণ ও নিরাপদ থাকে সে দিকটাও বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে।

মন্ত্রী ব‌লেন, ‘আওয়ামী লীগ যখনই সরকারে এসেছে সব সময় সাধারণ মানুষের কল্যাণেই কাজ করেছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি হলো, এ দেশের মেহনতি মানুষের জন্য।’

আরও পড়ুন: অচিরেই অতীত গৌরব ফিরে পাবে পাটশিল্প: গোলাম দস্তগীর গাজী

তি‌নি বলেন, শিল্প প্রতিষ্ঠানের উৎপাদন ও নিশ্চয়তা প্রদানেও সরকার সব সময় তৎপর। শিল্পাঞ্চল ছাড়া কোনো দেশ উন্নত হতে পারে না। সেদিকে লক্ষ্য রেখে সরকার কাজ করে যাচ্ছে।

এ সময় উপ‌স্থিত ছি‌লেন, রূপগঞ্জ উপ‌জেলা শ্র‌মিক কল্যাণ ক‌মি‌টির সভাপ‌তি হাজী বেলা‌য়েত হো‌সেন ভুইয়া, সাধারণ সম্পাদক শাহ মোবারক হো‌সেন খান শা‌হিন, সহ সভাপ‌তি আলী হো‌সেন মোল্লা, যুগ্নসম্পাদক আবু জা‌বের বাবুল, আল আমিন সিকদার বাবু, সাংগঠনিক সম্পাদক ম‌নির হো‌সেন মোল্লা, প্রচার সম্পাদক আল আমিন আয়নালসহ অনেকে।

সারাবাংলা/এমএইচ

গাজী গোলাম দস্তগীর বস্ত্র ও পাটমন্ত্রী রূপগঞ্জ


বিজ্ঞাপন
সর্বশেষ

‘তুফান’ আসছে হিন্দি ভাষায়
৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৪৯

সম্পর্কিত খবর