Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুর নীতি ও আদর্শই বাঙালির প্রেরণা: বস্ত্র ও পাটমন্ত্রী


২৮ মার্চ ২০১৯ ১৮:৫৭

ঢাকা: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, ‘বঙ্গবন্ধুর নীতি ও আদর্শ সকল প্রেরণার উৎস। বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে তরুণ প্রজন্মকে এগিয়ে যেতে হবে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। দেশকে এগিয়ে নিতে হবে স্বাধীনতার চেতনায়। কেননা মুক্তিযুদ্ধ বাঙালি জাতির বহু ত্যাগ ও সংগ্রামের ফসল।’

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাজধানীর সিদ্বেশ্বরী গার্লস কলেজে কৃতী ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী এ সব কথা বলেন।

বিজ্ঞাপন

নতুন প্রজন্মের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধুর ইতিহাস জানতে হবে । তার আর্দশকে অনুসরণ করে দেশ গড়ার জন্য নিজেকে যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য সুশিক্ষা অর্জন করতে হবে। যারা বাংলাদেশ জন্মের সঠিক ইতিহাস জানে না, তারা কখনও সফল মানুষ হতে পারবে না। কেবল দেশপ্রেমের অভাবেই দেশে জঙ্গিবাদ ও সন্ত্রাস সৃষ্টি হয়।’

মন্ত্রী আরও বলেন, ‘১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। আজ দেশ মাথা উঁচু করে দাঁড়ানোর জায়গা পেয়েছে। দেশের মানুষ মুক্তভাবে কথা বলার অধিকার পেয়েছে। আর এই বিষয়গুলো আমাদের নতুন প্রজন্মকে জানাতে হবে। তাহলে আমাদের সোনার বাংলাদেশ আরও এগিয়ে যাবে। কেননা তরুণ প্রজন্ম যদি ইতিহাস না জানে তাহলে আগামীতে আমাদের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য কেউ থাকবে না।’

বাংলাদেশ এগিয়ে যাচ্ছে মন্তব্য করে গোলাম দস্তগীর গাজী আরও বলেন, `একসময় বাংলাদেশের মানুষ না খেয়ে থাকত। দুবেলা কীভাবে খাবে সেটা জানতেন না। কিন্তু এখন আমরা নিজেরাই স্বয়ংসম্পূর্ণ। দেশে খাদ্য মজুদ রেখে বিদেশে আমরা খাদ্য রফতানি করছি। আর এটি সম্ভব হয়েছে বর্তমান সরকারের দৃঢ়তার কারণে। আমরা ২০৪১ সালের আগেই বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে নতুনভাবে উপস্থাপন করব। তখন সারাবিশ্ব আমাদেরকে অনুসরণ করবে।’

বিজ্ঞাপন

কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদ আকতারে সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারাবো পৌর সভার মেয়র হাছিনা গাজীসহ অন্যরা।

সারাবাংলা/ইএইচটি/একে

গোলাম দস্তগীর গাজী বঙ্গবন্ধু বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর