ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে বলপ্রয়োগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বুধবার (২৭ আগস্ট) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে হাসনাত আবদুল্লাহ লিখেছেন, ‘আমি আজ বুয়েট শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানাই। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে বলপ্রয়োগের কোনো যৌক্তিকতা নেই।’
এর আগে দুপুর দেড়টার দিকে পূর্বঘোষিত ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচির অংশ হিসেবে শাহবাগ থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার পথে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ঘটে।
হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে লাঠিচার্জ ও টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শিক্ষার্থীদের পিছু হটানো হয়। এতে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এই ঘটনায় ঢাকা মেডিকেলে একাধিক শিক্ষার্থী চিকিৎসা নিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে শাহবাগ ও আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
হাসনাত আবদুল্লাহর মতে, শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ এবং তাদের আন্দোলনকে দমন করার বদলে সরকারকে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করতে হবে।