Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটকেন্দ্র দখল-সিল মারার পাঁয়তারা থাকলে আগেই ভুলে যান: নাহিদ

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ১৬:৩৪

নির্বাচনি গণমিছিলে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

ঢাকা: ভোটকেন্দ্র দখল বা সিল মারার কোনো ধরনের পাঁয়তারা থাকলে তা আগেই ভুলে যেতে বলেছেন ১০ দলীয় জোটের ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, এসব অপচেষ্টা সফল হবে না। আমরা ভোটকেন্দ্র পাহারা দেব এবং জনগণের প্রকৃত বিজয় নিশ্চিত করব।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর শাহজাদপুর এলাকায় নির্বাচনি প্রচারণা উপলক্ষ্যে আয়োজিত গণমিছিলে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, এই এলাকার প্রধান সমস্যা ট্র্যাফিক জ্যাম, গ্যাস সংকট ও চাঁদাবাজি। নির্বাচিত হলে এসব সমস্যার সমাধান করা হবে। তিনি আরও বলেন, এলাকার বহু মাঠ দখল হয়ে আছে। এসব মাঠ উদ্ধার করে শিশুদের খেলাধুলার উপযোগী করে তোলা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিতে চাই, গণঅভ্যুত্থানের পর আমরা মাঠ থেকে সরে যাই নাই, আমাদের মাঠ থেকে সরানো যায়নি। জীবন থাকতে মাঠ থেকে সরবো না।’

গণভোট প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সবাইকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি। “‘হ্যাঁ’ মানে সংস্কার, ‘হ্যাঁ’ মানে সুশাসন, ‘হ্যাঁ’ মানে সার্বভৌমত্ব। ‘হ্যাঁ’ মানে জুলাই গণঅভ্যুত্থান। ‘হ্যাঁ’-তে ভোট দিয়ে আমরা সংবিধান পরিবর্তনের মাধ্যমে সুশাসন নিশ্চিত করব। আমরা বৈষম্য ও দুর্নীতিকে না বলব।”

তিনি আরও বলেন, আজ আনুষ্ঠানিকভাবে ঢাকা-১১ আসনে নির্বাচনি প্রচারণা শুরু করা হয়েছে। জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে ১০ দলীয় ঐক্যকে সংসদে নিয়ে যাওয়া হবে ইনশাআল্লাহ।

সারাবাংলা/এফএন/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর