Thursday 10 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪০

আন্তর্জাতিক ডেস্ক
১৫ মে ২০২৫ ১৫:২৭ | আপডেট: ১৫ মে ২০২৫ ১৮:১৭

ত্রাণ সহায়তা বন্ধ থাকায় অনাহারে গাজার শিশুরা। ছবি: বিবিসি

গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র। বৃহস্পতিবার (১৫ মে) রাতে দক্ষিণ গাজার অন্তত নয়টি স্থানে এই হামলা চালানো হয়।

এর পাশাপাশি, উত্তর গাজার কিছু এলাকা ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল।

গত ১০ সপ্তাহ ধরে গাজায় ত্রাণ সরবরাহ বন্ধ রয়েছে। ইসরায়েলি অবরোধের কারণে কোনো সহায়তা প্রবেশ করতে পারছে না বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো এবং এতে চরম খাদ্য সংকট ও দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের সামরিক অভিযানে এ পর্যন্ত ৫২ হাজার ৮২৯ জন নিহত হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এনজে

ইসরায়েলি হামলা গাঁজা নিহত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর