Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লিটারে পাম অয়েলের দাম ১৯ টাকা কমলো

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ আগস্ট ২০২৫ ১৬:৩৬ | আপডেট: ১২ আগস্ট ২০২৫ ১৭:৩১

পাম তেল – প্রতীকী ছবি : সংগৃহীত

ঢাকা: দেশের অভ্যন্তরীণ বাজারে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার পাম অয়েলের দাম ১৯ টাকা কমিয়েছে সরকার।

মঙ্গলবার (১২ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এর আগে সর্বশেষ গত ১৫ এপ্রিল সয়াবিন ও পাম তেলের দাম নির্ধারণ করা হয়।

মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম নিম্নমুখী হওয়ায় প্রতি লিটারের দাম ১৬৯ টাকা থেকে কমিয়ে ১৫০ টাকা করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকবে।

মন্ত্রণালয় জানায়, দেশের বাজারে মোট ভোজ্যতেলের ৬০ ভাগ পূরণ হয় পাম অয়েল দিয়ে।

এ বিষয়ে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের দাম কমায় দেশের বাজারেও দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সয়াবিন তেলের দাম অপরিবর্তিত থাকায় স্থানীয় বাজারেও দাম আগের মতোই রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

কুষ্টিয়ায় বাসচাপায় বৃদ্ধা নিহত
৩০ জানুয়ারি ২০২৬ ০০:২৬

আরো

সম্পর্কিত খবর