ফরিদপুর: ফরিদপুরের নগরকান্দা উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সমন্বয়ক ফরহাদ হোসেন খান পদত্যাগ করেছেন।
১৭ আগস্ট (রোববার) দলীয় মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ বরাবর পাঠানো চিঠিতে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
পদত্যাগপত্রে ফরহাদ হোসেন খান উল্লেখ করেন, গত ৪ জুন কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল হাসনাত আব্দুল্লাহ সই করা এক চিঠির মাধ্যমে নগরকান্দা উপজেলা এনসিপির সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়। সেই কমিটিতে তাকে প্রধান সমন্বয়ক করা হয়। কমিটি গঠনের ক্ষেত্রে তার সঙ্গে কোনো আলোচনা বা পরামর্শ নেওয়া হয়নি। যা গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থি বলে তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, তাকে অবগত না করেই কমিটি ঘোষণা করা হয়। যে কারণে তিনি প্রধান সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করছেন এবং একই সঙ্গে এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি সম্পৃক্ত না থাকার বিষয়ও জানান।
তিনি পদত্যাগপত্রের অনুলিপি বিভিন্ন দফতরে পাঠিয়েছেন।