Sunday 11 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আবার ইনজুরিতে নেইমার, থাকছেন না ব্রাজিল দলে?

স্পোর্টস ডেস্ক
২৫ আগস্ট ২০২৫ ১৪:২৮ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১৪:২৯

ইনজুরিতে পড়েছেন নেইমার

প্রায় দুই বছর পর জাতীয় দলে ফেরার দ্বারপ্রান্তে ছিলেন তিনি। ব্রাজিলের জার্সি গায়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ফিরছেন নেইমার, এই অপেক্ষায় ছিলেন সমর্থকরা। তবে শেষ মুহূর্তে বড় ধাক্কা খেলেন নেইমার। বাছাইপর্বের স্কোয়াড ঘোষণার ঠিক আগ মুহূর্তে নতুন করে ইনজুরিতে পড়েছেন নেইমার।

চোটের কারণে প্রায় ২২ মাস ধরে জাতীয় দলের বাইরে আছেন নেইমার। সান্তোসের হয়ে মাঠে ফিরলেও ইনজুরির সঙ্গে লড়ছেন প্রতিনিয়তই। পুরোপুরি সুস্থ নন বলে ব্রাজিল স্কোয়াডেও গত কয়েক মাসে জায়গা হয়নি তার।

আগামী সেপ্টেম্বরে বাছাইপর্বের শেষ দুই ম্যাচে ফেরার কথা ছিল ব্রাজিলের। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, কার্লো আনচেলত্তি তার স্কোয়াডে নেইমারকে রাখবেন।

বিজ্ঞাপন

দল ঘোষণার ঠিক আগ মুহূর্তে নতুন করে চোট পেয়েছেন নেইমার। সান্তোসের হয়ে সবশেষ ম্যাচে খেলতে নেমে উরুতে টান লেগেছে তার। আর এতেই ব্রাজিল স্কোয়াডে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে নেইমারের।

শোনা যাচ্ছে, ব্রাজিলের হয়ে বাছাইপর্বের দুই ম্যাচের স্কোয়াডে আনফিট নেইমারকে রাখবেন না আনচেলত্তি। আগামী মাসে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল।

বাছাইপর্বের শেষ দুই ম্যাচেও যদি নেইমার স্কোয়াডে না থাকেন, ২০২৬ বিশ্বকাপে তার দলে থাকা নিয়ে বড় শঙ্কাই দেখা দেবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর