Monday 25 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফটিকছড়িতে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৩

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ আগস্ট ২০২৫ ১৯:১০ | আপডেট: ২৫ আগস্ট ২০২৫ ১৯:৫০

বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বিএনপির দু’গ্রুপে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহতের খবর পাওয়া গেছে।

সোমবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার ভুজপুর থানার হেঁয়াকো বাজারে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ সংঘর্ষ হয়।

পুলিশ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক আজিম উল্লাহ বাহার চৌধুরী ও উত্তর জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীরের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বাহার সমর্থিতরা দুপুরে হেঁয়াকো বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনের আয়োজন করে। প্রচুর জনসমাগমের কারণে আঞ্চলিক মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে শতাধিক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নজরুল ইসলাম পুলিশ নিয়ে সেখানে যান। তারা লোকজনকে সড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করেন।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা যখন ঘটনাস্থল ছাড়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন হঠাৎ দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দোকানপাট বন্ধ হয়ে যায়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানতে চাইলে চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ সারাবাংলাকে বলেন, ‘বিএনপির দুই গ্রুপে উত্তেজনা ছিল। হালকা ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। শুনেছি, রাবার বাগানের জায়গা নিয়ে দ্বন্দ্ব থেকে উভয়পক্ষ মুখোমুখি অবস্থান নিয়েছিল। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।’

ঘটনাস্থলে যাওয়া ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী সারাবাংলাকে বলেন, ‘খবর পেয়ে আমি অতিরিক্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসি। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তিনজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

সারাবাংলা/আরডি/এসআর

আহত চট্টগ্রাম দু’গ্রুপে সংঘর্ষ ফটিকছড়ি বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর