ঢাকা: সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটে জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজনীতিবিদ-সরকারি কর্মকর্তাসহ অর্ধশতাধিক ব্যক্তির সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ মেলায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় সংস্থাটি।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। অনুসন্ধানে অপরাধের মাত্রা ও সংশ্লিষ্টতার ধরন বিবেচনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
এর আগে, দুদকের সিলেট কার্যালয় থেকে চালানো অভিযানে ৪২ জন প্রভাবশালী ব্যক্তি ও সংস্থার নাম উঠে আসে।
গত ১৩ আগস্ট ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা সরেজমিনে পরিদর্শন করে দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক রাফি মো. নাজমুস সাদাতের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল। তারা পাথর লুটের ঘটনায় জড়িতদের বিষয়ে অনুসন্ধান চালান।
দুদকের প্রাথমিক প্রতিবেদনে পাথরলুট কাণ্ডে বিএনপি-জামায়াত, আওয়ামী লীগ-এনসিপির নেতাকর্মীদের নাম উঠে এসেছে। এ ছাড়া প্রভাবশালীদের নামও উল্লেখ করা হয়েছে। প্রাথমিক অনুসন্ধান প্রতিবেদনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে দায়ী করা হয়েছে।