Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কাজ করবে: প্রাণিসম্পদ উপদেষ্টা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:১০

বক্তব্য দিচ্ছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার

সুনামগঞ্জ: সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মাছ রক্ষায় সরকার বিশেষ উদ্যোগ নেবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, ‘হাওর কিংবা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ করতে হবে। শুধু মাঠেই নয়, এসব জাল যেখান থেকে আমদানি বা রফতানি হয় সেখানেও নিয়মিত অভিযান চালাতে হবে। এতে হাওর ও নদীতে মাছের বংশবৃদ্ধি বাড়বে এবং দেশীয় প্রজাতি সংরক্ষণ সম্ভব হবে।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জে মৎস্য সম্পদ রক্ষায় করণীয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফরিদা আখতার আরও বলেন, ‘টাঙ্গুয়ার হাওর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাওর। এখানকার জীববৈচিত্র্য রক্ষা ও মাছ সংরক্ষণে সরকার পরিকল্পিতভাবে কাজ করবে। পাশাপাশি এটি পর্যটন সম্ভাবনাময় এলাকা। তাই টাঙ্গুয়ার হাওরকে নিয়ন্ত্রিতভাবে একটি টেকসই পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।’

বিজ্ঞাপন

সভায় আরও উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার তোফায়েল আহাম্মেদসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

সারাবাংলা/এসএস

উপদেষ্টা জীববৈচিত্র্য টাঙ্গুয়ার হাওর প্রাণিসম্পদ মাছ রক্ষায় সরকার

বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৫

আরো

সম্পর্কিত খবর