কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ডাকাতির সময় তিন বছরের শিশুর গলায় অস্ত্র ঠেকিয়ে মাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ সময় ঘর থেকে সোনাসহ প্রায় দুই লাখ টাকার মালামালও লুট করে নেয় অভিযুক্তরা।
গত ১৫ সেপ্টেম্বর রাতে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের কায়ামারি গ্রামে ঘটনাটি ঘটে। পরে ভুক্তভোগী গৃহবধূ ও তার শ্বশুর সোমবার (২২ সেপ্টেম্বর) থানায় দুটি মামলা করলে বিষয়টি প্রকাশ্যে আসে। মামলা দায়েরের পর এই ঘটনায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, একই এলাকার লাবু, তারিখ ও সুবেলের নেতৃত্বে সাত-আটজনের একটি ডাকাত দল প্রথমে পাশের একটি বাড়ি থেকে লুটপাট করে ফেরার পথে ভুক্তভোগীর বাড়িতে প্রবেশ করে এ ঘটনা ঘটায়। ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বলেন, ‘এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।’