Tuesday 30 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন

ঢাবি করেসপন্ডেন্ট
৩০ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৮ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২৭

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। ছবি: সংগৃহীত

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় জগন্নাথ হলের পূজামণ্ডপ পরিদর্শন করে পূজা উপলক্ষ্যে প্রকাশিত স্মরণিকার মোড়ক উন্মোচন করেছেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া, জগন্নাথ হল পূজা উদযাপন কমিটির সভাপতি ও হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পাল, হলের আবাসিক শিক্ষকবৃন্দ এবং প্রক্টোরিয়াল টিমের সদস্যগণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পূজামণ্ডপ পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সকল শ্রেণিপেশার মানুষের আবেগের প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতা অনেক বেশি। ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় এ বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। সামাজিক সম্প্রীতি ও ঐক্য বিনষ্ট করতে বর্তমানে নানামুখী ষড়যন্ত্র চলছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে শারদীয় দুর্গোৎসব আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।’

উপাচার্য সকলের সুখ, শান্তি ও মঙ্গল কামনা করে বলেন, নিরাপদ ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সারাবাংলা/জিজি

ঢাবি উপাচার্য পূজামণ্ডপ পরিদর্শন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর