Saturday 04 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট
৪ অক্টোবর ২০২৫ ২৩:৪৪ | আপডেট: ৪ অক্টোবর ২০২৫ ২৩:৫১

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার আসামি। ছবি: সংগৃহীত

ঢাকা: সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। রাজধানীর উত্তরার দক্ষিনখান এলাকা থেকে শুক্রবার (৩ অক্টোবর) ভোর রাতে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (৪ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। গ্রেফতার আসামিরা হলেন- কিশোর গ্যাং লিডার আসাদুর রহমান আকাশ (২৪), তার সহযোগী মো. ফরিদ উদ্দিন (২৬) ও মো. রবিন (২৫)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা বানিজ্য, চাঁদাবাজি, সাংবাদিকদের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শনকরে টাকা আদায়, কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। এছাড়া, সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে আকাশ ও তার সহযোগীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলার দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়ে। বিশেষ করে একজন সাংবাদিককে গলা টিপে ধরাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার ভিডিও যৌথ বাহিনীর গোচরীভূত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার আকাশ জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক পরিচয় (সমন্বয়ক) ব্যবহার করে জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানের নাম করে চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে লিপ্ত হয়। এছাড়াও সে বিভিন্ন স্থানে উদ্দেশ্য প্রনোদিত মব সৃষ্টি করে নিরীহ মানুষদের মারধর, বাজার দখল এবং কিশোর গ্যাং পরিচালনার মাধ্যমে ত্রাস সৃষ্টি করে থাকত।

আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সারাবাংলা/এমএইচ/এসএস

গ্রেফতার চাঁদাবাজি পরিচয় সমন্বয়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর