Monday 17 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুড়িগ্রামে বজ্রপাতে শিশুসহ ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ অক্টোবর ২০২৫ ২৩:৪১ | আপডেট: ৬ অক্টোবর ২০২৫ ১০:০০

বজ্রপাত। প্রতীকী ছবি

কুড়িগ্রাম: জেলার নাগেশ্বরীতে বজ্রপাতে শিশুসহ দু’জনের মৃত্যু হয়েছে। রোববার (৫ অক্টোবর) সকালে ও দুপুরে উপজেলার নুনখাওয়া ও চর লুচনি ইউনিয়নে পৃথক বজ্রপাতে দু’জন মারা যায়।

উপজেলার বামনডাঙা ইউনিয়নের চর লুচনি গ্রামে বজ্রপাতে সহিবর নামে একজনের মৃত্যু হয়েছে। সহিবর ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ জানায়, সকাল ১০টার দিকে বাড়ির পাশে গরু খাওয়ার জন্য ঘাস তুলতে গেলে বজ্রপাতে আক্রান্ত হন তিন। পরে দ্রুত নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। পরে মরদেহ ফিরিয়ে নিয়ে দাফন করে পরিবারের লোকজন।

এদিকে নুনখাওয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় মাদরাসা থেকে ফেরার সময় বজ্রপাতে মোহাম্মদ বাবলু মিয়ার মৃত্যু হয়। বাবলু ওই এলাকার নূর হোসেনের ছেলে। স্থানীয় একটি এবতেদায়ী মাদরাসায় দ্বিতীয় শ্রেণিতে পড়ত সে। বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায় শিশু বাবলু।

বিজ্ঞাপন

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম বলেন, ‘বজ্রপাতে দুইজনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। দুটি ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর