Monday 06 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইমেরিটাস অধ্যাপক মনজুরুল ইসলামকে দেখতে হাসপাতালে ঢাবি উপাচার্য

ঢাবি করেসপন্ডেন্ট
৬ অক্টোবর ২০২৫ ১৬:৫৭

ল্যাবএইড হাসপাতালে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান চিকিৎসাধীন ইংরেজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলামকে দেখতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে যান।

সোমবার (০৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অসুস্থ অধ্যাপকের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন।

প্রক্টরের রুটিন দায়িত্বে নিয়োজিত সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার, সহকারী প্রক্টর ড. শান্টু বড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ তানভীর আলীসহ ল্যাবএইড হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকগণ এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম গত শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে লাইফ সাপোর্টে আছেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/কেকে/এনজে

অধ্যাপক মনজুরুল ইসলাম ঢাবি উপাচার্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর