Wednesday 15 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইংল্যান্ডসহ যে ৫ দল কাটল বিশ্বকাপের টিকিট

ফাহিম মাশরুর স্পোর্টস করেসপন্ডেন্ট
১৫ অক্টোবর ২০২৫ ১০:৩৪ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১২:০২

ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপে ইংল্যান্ড

অক্টোবরজুড়েই বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলেছে ফিফা বিশ্বকাপের বাছাইপর্বের লড়াই। একদিন আগে ইতিহাস গড়ে ২০২৬ বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল আফ্রিকার পুঁচকে দেশ কেপ ভার্দে। আন্তর্জাতিক বিরতির শেষ দিনে এসে আগামী বিশ্বকাপের টিকিট পেল আরও ৫ দেশ।

ইউরোপ অঞ্চল থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপে টিকিট পেল ইংল্যান্ড। লাটভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে ২০২৬ বিশ্বকাপের মূল মঞ্চে পা রাখল হ্যারি কেইনের দল।

আফ্রিকান অঞ্চল থেকে গত রাতে বিশ্বকাপের মূল মঞ্চে খেলা নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ও সেনেগাল। রোয়ান্ডাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ১৬ বছর পর বিশ্বকাপে ফিরছে বাফানা বাফানারা। ২০১০ সালে আয়োজক দেশ হিসেবে সবশেষ বিশ্বকাপে অংশ নিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

বিজ্ঞাপন

আফ্রিকান বাছাইপর্বের অন্য ম্যাচে মাউরিতানিয়াকে ৪-০ বিধ্বস্ত করে বিশ্বকাপে পৌঁছে গেছে আফ্রিকান লায়ন সেনেগাল। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে পৌঁছে গেছেন তারা।

এশিয়ান অঞ্চল থেকে কাল বিশ্বকাপের টিকিট পেয়েছে সৌদি আরব ও কাতার। দোহাতে বাঁচা মরার লড়াইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করল গতবারের আয়োজক দেশ কাতার।

অন্য ম্যাচে ইরাকের সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করেছে সৌদি আরব। এই নিয়ে টানা তৃতীয় ও সব মিলিয়ে ৭ম বারের মতো বিশ্বকাপে খেলবে সৌদি আরব।

এই নিয়ে এখন পর্যন্ত মোট ২৫টি দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বিজ্ঞাপন

আরো

ফাহিম মাশরুর - আরো পড়ুন
সম্পর্কিত খবর