বগুড়া: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফাউন্ডেশনটির সহ-সভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিনী প্রখ্যাত কার্ডিওলজিস্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার জোবাইদা রহমানের পরামর্শে এবং সার্বিক তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী শহিদ জিয়া ডিগ্রি কলেজ স্পেশাল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। ঢাকা ও বগুড়া থেকে প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ সব ধরনের জটিল রোগের চিকিৎসা প্রদান করবেন। এই মেডিকেল ক্যাম্পে সকল ধরণের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হবে এবং রোগীদের বিনামূল্যে ওষুধ ও পরামর্শপত্র দেওয়া হবে। আয়োজকরা আশা করছেন, প্রায় পাঁচ হাজার মানুষ এই ক্যাম্প থেকে স্বাস্থ্যসেবা গ্রহণ করবেন।
ক্যাম্প শেষে প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আলোচনা সভা একই স্থানে অনুষ্ঠিত হবে। উক্ত সভায় বেলা দুইটা থেকে সাড়ে চারটার মধ্যে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন (ভার্চুয়ালী) জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবায়দা রহমান ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। উক্ত সভায় সভাপতিত্ব করবেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ আলিম ডোনার।
বগুড়া হেলথ ক্যাম্প ম্যানেজমেন্ট উপ-কমিটি আহবায়ক অধ্যাপক ডা. শাহ মো. শাহজাহান আলী বিষয়টি নিশ্বিত করেছেন। তিনি জানিয়েছেন, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে শনিবার বগুড়ার বাগবাড়ি এলাকায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে দিনব্যাপী এক বিশেষজ্ঞ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। এই ক্যাম্পে সকল ধরণের বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করা হবে এবং রোগীদের বিনামূল্যে ওষুধ ওপরামর্শপত্র দেওয়া হবে।
ইতিমধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তিনটি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প করা হয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে জিয়াউর রহমান ফাউন্ডেশন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে কাজ করে আসছে। এই স্বাস্থ্য ক্যাম্পটি সেই মানবিক ধারাবাহিকতারই একটি অংশ।