Monday 20 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগ নেই: ইসি সচিব

স্টাফ করেসপন্ডেন্ট
২০ অক্টোবর ২০২৫ ১৭:১১ | আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৭:৫৯

বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

‎ঢাকা: বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নির্বাচনের জন্য কোনো ধরনের উদ্বেগ প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ।

‎সোমবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিনঘণ্টা ব্যাপী আইনশৃঙ্খলা বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। সকালে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিন এর সভাপতিত্বে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রাক-প্রস্তুতিমূলক আইনশৃঙ্খলা সভা হয়।

‎আইনশৃঙ্খলা বৈঠকের একগুচ্ছ আলোচ্যবিষয় তুলে ধরে সার্বিক বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করেন ইসি সচিব আখতার আহমেদ।

‎আইন শৃঙ্খলাবাহিনীর সঙ্গে এ বৈঠক সূচনা ছিল এবং ধাপে ধাপে আরও বৈঠক হবে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

‎এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমি তাদের (আইনশৃঙ্খলা বাহিনী) ভিতরে উদ্বেগ দেখিনি বরং এটা দেখেছি যে তারা একটা ভালো ইলেকশনের প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচন করার মত পরিবেশ অবশ্যই আছে। এবং সেটাই আরও সংহত করার জন্যই আজকের আলোচনা এবং এটা চলমান থাকবে।’

‎সচিব বলে, ‘আশঙ্কা প্রকাশ করার যৌক্তিক কোনো কারণ নেই। কেউ করেননি। আমি দ্বিতীয়বার এটা বললাম, তৃতীয়বারও বলছি আশঙ্কা প্রকাশের কোনো কারণ এখানে ছিল না।’

‘মব’ নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ইসি সচিব বলেন, ‘আজকের আলোচনায় এ ধরনের কোনো কিছু আলোচনা হয়নি।’

‎বিভিন্ন অগ্নিকাণ্ডের পর পরিস্থিতিতে রাজনৈতিক দল থেকে শঙ্কার পর ফেব্রুয়ারির নির্বাচন আসলে সম্ভব কিনা জানতে চাইলে আখতার আহমেদ বলেন, ‘আজকের আলোচনায় এই সম্পর্কিত কোনো আলোচনা হয়নি। আজকের আলোচনাটা ছিল মূলত নির্বাচনকে সুষ্ঠু ও আরও সুন্দর করার জন্য প্রস্তুতিমূলক বিষয়। যে কথাটা বলেছেন এটার এটার সাথে আজকের আলোচনার সাথে এর সাথে কোন সূত্র ছিল না।”

‎সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর ভিতরে যারা মাঠপর্যায়ে কাজ করছেন ও করবেন, তাদের ভেতরে একটা সমন্বয় দরকার। তারপরে অবৈধ অস্ত্রের নিয়ন্ত্রণ, এআই প্রযুক্তির ব্যবহারে সামাজিক যোগাযোগমাধ্যমে যে সমস্ত তথ্য আসে সেগুলো অপব্যবহার রোধ করা, বিদেশি সাংবাদিক ট্রাক পর্যবেক্ষক যে পর্যবেক্ষণ সংস্থা যেগুলো আছেন তাদের সঙ্গে সহযোগিতা, তাদের নিরাপত্তা, তাদের কার্যক্রম সম্পর্কে জানানো ও পোস্টাল ভোটিং ব্যবস্থাপনা সম্পর্কে জানানো।‘

তিনি আরও বলেন, ‘তারপরে আপনার অবৈধ অনুপ্রবেশ, কালো টাকা নিয়ন্ত্রণ অঞ্চল জেলা উপজেলা পর্যায়ে নির্বাচনি অফিসের কার্যক্রমগুলো আরও সুসংহত করা সমন্বয় করা, পার্বত্য দুর্গম এলাকায় নির্বাচন দ্রববাদী পরিবহন, হেলিকপ্টারের ব্যবহার কোস্টাল এরিয়াতে, কোস্টগার্ডের কার্যক্রম গোয়েন্দা সংস্থার সময়ের ভিতরে সমন্বয় এবং তথ্য বিনিময় ড্রোন ব্যবহার যে নিষিদ্ধকরণ আবার সেটা আর তারপরে আপনার ভোট কেন্দ্র পর্যবেক্ষণের জন্যে একটা আপনার বডি অন ক্যামেরা পুলিশের এই বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটিভাবে বিস্তারিত আলোচনা করেছি।’

‎ইসি সচিব বলেন, ‘ড্রোনের ব্যাপারে বলা হয়েছে যে নির্বাচনি প্রচারণায় ড্রোন ব্যবহার করা যাবে না। আমাদের আইনশৃঙ্খলা বাহিনী তার প্রয়োজনে ড্রোন ব্যবহার করবে।’

‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর