Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দীপাবলি
আলোর উৎসবে মেতেছিল তারা

হাবিবুর রহমান সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট
২১ অক্টোবর ২০২৫ ১৭:১৭ | আপডেট: ২১ অক্টোবর ২০২৫ ২০:২৭

‘দীপালিকায় জ্বালাও আলো,/ জ্বালাও আলো, আপন আলো, জয় করো এই তামসীরে’— রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই গানের পঙ্‌ক্তি যেন দীপাবলি উৎসবকে আরও প্রাণময় করে তোলে। ‘দীপাবলি’ সংস্কৃত শব্দ। সাধারণত ‘দীপ’ শব্দের অর্থ আলো এবং ‘বলি’ মানে সারি বা শ্রেণি। অর্থাৎ আলোর মালা বা আলোর সারি বোঝানো হয় দীপাবলিকে। এই দীপাবলিতে সম্পদের দেবী লক্ষ্মীর আরাধনা হয়ে থাকে। মানবজীবনের নিত‍্যকার অবসাদ-বিষাদ-আঁধার ঘুচিয়ে জ্ঞানের আলো জ্বালানোর আহ্বান এই উৎসবের মূল সুর। সনাতন ধর্মের প্রাজ্ঞজনেরা বিশ্বাস করেন, এই আলোর উৎসবকে কেন্দ্র করে মানুষ জ্ঞানের আলোর পথ খোঁজে। প্রতিবছরের মতো এবারও দীপাবলিতে আলোর উৎসবে মেতেছিল সনাতন ধর্মের মানুষেরা। সেই উৎসবের ছবি ফ্রেমবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান।

বিজ্ঞাপন

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

আরো

হাবিবুর রহমান - আরো পড়ুন
সম্পর্কিত খবর