Saturday 15 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে পদ্মার ন্যায্য পানির দাবিতে বিএনপির সমাবেশ আজ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ নভেম্বর ২০২৫ ১২:১০

চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ আয়োজনের প্রস্তুতি চলছে।

চাঁপাইনবাবগঞ্জ: পদ্মা নদীর ন্যায্য পানির হিস্যা নিশ্চিত ও গঙ্গা-পদ্মার পানি বণ্টনে স্থায়ী সমাধানের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিএনপির ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ সবার আগে বাংলাদেশ’ শীর্ষক গণসমাবেশ।

শনিবার (১৫ নভেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এই গণসমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশকে কেন্দ্র করে জেলা জুড়ে চলছে ব্যাপক প্রস্তুতি ও প্রচারণা।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিয়া, মো. মিজানুর রহমান (মিনু), আলহাজ্ব আমিনুল ইসলাম, মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন, অ্যাডভোকেট শফিকুল হক মিলন, আবু সাঈদ চাঁদ ও অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

সমাবেশের সভাপতিত্ব করবেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. হারুনুর রশীদ।

আয়োজকরা জানান, ‘আমাদের গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার ন্যায্য পানি বণ্টনে হোক সমাধান’-এই স্লোগানকে সামনে রেখে সমাবেশ সফল করতে জেলা জুড়ে প্রস্তুতি সভা, প্রচার-প্রচারণা ও পোস্টার-ব্যানার কার্যক্রম জোরদার করা হয়েছে। বিভিন্ন উপজেলা থেকেও নেতা-কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে চলছে সমন্বয় সভা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর