Sunday 16 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফরিদপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ নভেম্বর ২০২৫ ২০:৪৫

বিজিবি সদস্যদের টলহ। ছবি: সারাবাংলা

ফরিদপুর: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে ফরিদপুরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা।

ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মোল্লা জানান, ১৭ নভেম্বরে রায়কে কেন্দ্র করে ঢাকা- খুলনা ও ঢাকা- বরিশাল মহাসড়কের যানবাহনের চলাচল নির্বিঘ্নে করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। এক্ষেত্রে নিয়মিত আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি থাকবে চার প্লাটুন বিজিবি সদস্য।

এদিকে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল বলেছেন, ‘জেলাজুড়েই আমাদের নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকবে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এর বাইরেও প্রতিটি উপজেলা এবং মহাসড়কে পুলিশ ও র‌্যাবের টহল টিম থাকবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর