খুলনা: পূর্ব শত্রুতার জেরে আলাউদ্দিন মৃধা (৩৫) নামে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সোনাডাঙ্গা থানাধীন করিমনগর সৈয়দ আলী হোসেন স্কুলের পাশে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন একই এলাকার মনা মুন্সির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলাউদ্দিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। দুর্বৃত্তরা প্রথমে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আলাউদ্দিনকে হত্যা করে।
সোনাডাঙ্গা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন হাওলাদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।