ঢাকা: রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। রোববার (১৬ নভেম্বর) রাত ৯টা ৪০ মিনিটের দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে।
পুলিশের রমনা বিভাগ জানিয়েছে, এনসিপি কার্যালয়ের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে কাউকে শনাক্ত করা যায়নি।
এর আগে, রাত ৯টার দিকে রাজধানীর সেন্ট্রাল রোড এলাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
তার আগে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে রাজধানীর কারওয়ান বাজারে মেট্রো স্টেশনের নিচে দুটি এবং জুরাইন বিক্রম প্লাজার সামনেও তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। এছাড়া আজ সকাল ৮টা ৪০ মিনিটের দিকে নিউ ইস্কাটন রোডের ওয়াক্ফ ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় আবদুল বাসির নামের এক পথচারী আহত হয়েছেন।