Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোয়াখালীতে দুই ইটভাটাকে ৫ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ নভেম্বর ২০২৫ ১৯:৫৫

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার। ছবি: সারাবাংলা

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলায় দুই অবৈধ ইটভাটাকে জরিমানা ও কার্যক্রম বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। এসময় ফাতেমা ব্রিক ফিল্ডকে তিন লাখ টাকা ও ভাই-ভাই ব্রিকফিল্ডকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।

ভ্র্যাম্যমান আদালত সুত্রে জানা যায়, ইটভাটাগুলোর পরিচালনার লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র না থাকায় এবং অনুমোদিত এলাকায় অবস্থিত হওয়ায় ফাতেমা ব্রিক ফিল্ডকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা আইনে তিন লাখ টাকা ও ভাই-ভাই ব্রিকফিল্ড নামে অপর আরেকটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা আইনে দুই লাখ টাকা অর্থদণ্ড করা হয়। এসময় ইটভাটা দুইটির ইট প্রস্তুতের সকল কার্যক্রম বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন-সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা বেগম এবং জেলা পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালন নুর ইসলাম। এসময় আরও সহযোগীতা করে সেনবাগ থানা পুলিশ।

সারাবাংলা/জিজি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর