Wednesday 03 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধপথে ভারতে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৩২ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৯

ভারতীয় সীমান্ত।

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়ে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন দুই বাংলাদেশি। রোববার (৩০ নভেম্বর) রাতে ভারতে যাওয়ার পর থেকে তাদের আর কোনো খোঁজ মিলছে না।

বুধবার (৩ ডিসেম্বর) স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দারা এ তথ্য নিশ্চিত করেছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দুই বাংলাদেশি নিখোঁজের ঘটনাটি শুনেছেন বলে জানিয়েছেন।

ওই দুই বাংলাদেশি হলেন- শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে ইব্রাহিম রিংকু (২৮) ও পাঁকা ইউনিয়নের শ্যামপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে মোমিন মিয়া (২৯)।

স্থানীয়রা জানান, শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের ওয়াহেদপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যান ইব্রাহিম আলী রিংকু ও মোমিন আলীসহ আরও কয়েকজন। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সদস্যরা তাদের ধাওয়া করে। এ সময় বাকিরা পালিয়ে দেশে ফিরলেও রিংকু ও মোমিন ভারতীয় ভূখণ্ডে থেকে যান। এরপর থেকে তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞাপন

পাঁকা ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ড সদস্য রফিক উদ্দিন বলেন, ‘যারা নিখোঁজ রয়েছে তারা চোরাচালানের সঙ্গে জড়িত। যদিও এ ব্যাপারে ওই দুই বাংলাদেশির পরিবার থেকে কোনো তথ্য দেওয়া হয়নি।’

চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে দুই বাংলাদেশি নিখোঁজের ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করলে তারা অস্বীকার করেছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর