চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে কাস্টমসের দুই কর্মকর্তাকে বহনকারী প্রাইভেটকারে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় গুলির হুমকির মুখে তারা গাড়ি থেকে নেমে পালিয়ে প্রাণ রক্ষা করেন।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার দু’জন হলেন- চট্টগ্রাম কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মো. আসাদুজ্জামান খান ও সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) বদরুল আরেফিন।
আসাদুজ্জামান খান জানিয়েছেন, প্রাইভেটকারে অফিসে যাওয়ার পথে রাস্তায় তিন ব্যক্তি মোটরসাইকেলে এসে হঠাৎ সামনে থেকে তাদের গাড়ির গতিরোধ করেন। এর পর মুহূর্তের মধ্যে গাড়িতে হামলা চালিয়ে কাচ ভাঙচুর শুরু করেন তারা। তাদের একজনের হাতে চাপাতি ছিল। গাড়ির কাছে এসে প্রথমে চাপাতি দিয়ে গাড়িতে কোপ দেন একজন।
এ সময় তারা ‘গুলি কর, গুলি কর’ বলে চিৎকার করতে থাকেন। হামলা ও গুলির হুমকির মুখে দুজন কোনোমতে গাড়ি থেকে নেমে যান। এরপর তারা দৌড়ে পাশের একটি গলিতে গিয়ে আশ্রয় নেন।
কাস্টমস কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, সন্দেহজনক পণ্যসহ বিভিন্ন অনিয়ম নিয়ে এ দুই কর্মকর্তা নিয়মিত মামলা করেন। আসাদুজ্জামানকে কয়েকদিন আগে ফোন করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। গত ৬ অক্টোবর তিনি বন্দর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জানতে চাইলে নগরের ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবুল আজাদ সারাবাংলাকে বলেন, ‘হামলার ঘটনায় কারা জড়িত আমরা তদন্ত করে দেখছি। জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।’