Monday 08 Dec 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামীকাল শুরু হচ্ছে ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’

‎স্টাফ করেসপন্ডেন্ট
৭ ডিসেম্বর ২০২৫ ২০:১২

ঢাকা: ‎‘প্রযুক্তির শক্তি, তারুণ্যে অগ্রগতি’ স্লোগানে, আগামীকাল সোমবার ৮ ডিসেম্বর শুরু হতে যাচ্ছে ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’।

‎আধুনিক প্রযুক্তিপণ্যের সঙ্গে সবাইকে পরিচয় করিয়ে দিতে, ‎রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনে দেশের বৃহত্তম এই প্রযুক্তিপণ্যের মেলা চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। ৬ দিনব্যাপী এই মেলায় অংশ নিবে বিশ্বখ্যাত বিভিন্ন প্রযুক্তিপণ্যের ব্র্যান্ড। মেলায় যেকোনো প্রযুক্তিপণ্য কিনলেই থাকবে আকর্ষণীয় মূল্যছাড় ও পুরস্কার।

মঙ্গলবার ‎মেলা প্রাঙ্গণের নিচতলায় সকাল ১১টায় ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’- এর উদ্বোধন করবেন প্রধান অতিথি বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস)-এর সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টাদ্বয় মোহাম্মদ জসিম উদ্দীন খোন্দকার এবং গৌতম সাহা। সভাপতিত্ব করবেন বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি আকতার হোসেন খান এবং পরিচালনা করবেন মহাসচিব ও মেলার আহবায়ক মো. জাহেদ আলী ভূঁইয়া।

বিজ্ঞাপন

‎এ বিষয়ে, বিসিএস কম্পিউটার সিটির প্রেসিডেন্ট ‎আকতার হোসেন খান বলেন, “এবারের মেলা জুড়ে থাকবে সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক কমপিউটার, ল্যাপটপ, প্রিন্টার, মনিটর ও সিসি ক্যামেরা সহ নিত্য নতুন প্রযুক্তিপণ্যের সমাহার। মেলায় কেনাকাটায় ছাড়ের পাশাপাশি ক্রেতা-দর্শনার্থীদের জন্য থাকবে নানা ধরনের আয়োজন। শিশু-কিশোরদের জন্য থাকবে চিত্রাঙ্কন প্রতিযোগিতা।”

সিটি আইটি মেগা ফেয়ার এর আহ্বায়ক ‎মো. জাহেদ আলী ভূঁইয়া বলেন, “দেশের বৃহত্তম প্রযুক্তিপণ্যের এই মেলা উপলক্ষ্যে মার্কেট জুড়েই থাকবে নানা ধরনের অফার-মূল্যছাড়। মেলায় স্পন্সর প্রতিষ্ঠানের প্যাভিলিয়ন এবং পার্টিসিপেন্ট স্টল থাকছে। মেলার পৃষ্ঠপোষক হিসাবে থাকছে আসুস, এপসন, এইচপি, এলডিনিও, লেনোভো, এমএসআই এবং টিপি-লিংক। মেলায় স্টলগুলোর মধ্যে থাকছে চুউই ল্যাপটপ, প্যান্টাম, ডেল, ওয়ালটন, ডিপকুল, এসার, বি-ট্র্যাক, টি এন্ড ভি, কিউডি, রাপু, ভেনশন। মেলার চিত্রাঙ্কন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক গিগাবাইট।”

‎‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৫’ এই মেলার মধ্য দিয়ে ক্রেতা এবং বিক্রেতাদের একটি মিলনমেলা তৈরি হয়। এই মেলার মাধ্যমে প্রযুক্তিপ্রেমী ক্রেতারা এক ছাদের নিচে বিশ্বখ্যাত বিভিন্ন প্রযুক্তিপণ্য যাচাই-বাছাই করার সুযোগ পান। শিক্ষার্থী, তরুণ উদ্যোক্তা, ফ্রিল্যান্সার থেকে শুরু করে আইটি প্রফেশনাল সবার জন্য এটি হবে এক দুর্দান্ত অভিজ্ঞতা। এটি শুধু একটি মেলা নয়, বরং বাংলাদেশের প্রযুক্তি শিল্পের সবচেয়ে বড় মিলনমেলা।

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ উন্মুক্ত থাকবে দর্শনার্থীদের জন্য।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর