ঢাকা: বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই মেগাসিটি ঢাকা বায়ুদূষণের ঝুঁকিতে থাকলেও সম্প্রতি কিছুটা উন্নতি দেখা গেলেও আবারও দূষণের মাত্রা বাড়তে শুরু করেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, একিউআই স্কোর ২৯০ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। এ মাত্রার বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।
একই সময়ে পাকিস্তানের লাহোর শহর ৭৩৩ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে। ভারতের রাজধানী দিল্লি ৪৪১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে, দেশটির আরেক শহর কলকাতা ৩১২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে। তালিকার পঞ্চম অবস্থানে থাকা পোল্যান্ডের ক্রাকোর শহরের একিউআই স্কোর ২১১।
বিশেষজ্ঞদের মতে, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুমান ভালো হিসেবে ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি, ১০১ থেকে ১৫০ হলে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ হলে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।
২০১ থেকে ৩০০ স্কোরের বায়ু ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত। এ অবস্থায় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি অন্যদেরও বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। একিউআই স্কোর ৩০১ থেকে ৪০০-এর বেশি হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা নগরবাসীর জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।
পরিবেশবিদরা বলছেন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি ও শিল্পকারখানার নির্গমন নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে।