Tuesday 20 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আচরণবিধি লঙ্ঘন: জামায়াত-এনসিপিসহ ৪ দলকে সতর্কবার্তা

স্টাফ করেসপন্ডেন্ট
২০ জানুয়ারি ২০২৬ ১৮:৩৮

ঢাকা: ‎আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্ধারিত সময়ের আগেই নির্বাচনী প্রচারণা চালানোর অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) মোট চারটি রাজনৈতিক দলকে কঠোরভাবে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।

‎মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের নির্দেশে সংশ্লিষ্ট দলগুলোর প্রধানদের কাছে এ সংক্রান্ত পৃথক চিঠি পাঠানো হয়েছে।

‎সতর্কবার্তা পাওয়া ৪ দল
‎১. বাংলাদেশ জামায়াতে ইসলামী (আমীর: ডা. শফিকুর রহমান) ২. জাতীয় নাগরিক পার্টি – এনসিপি (আহ্বায়ক: নাহিদ ইসলাম) ৩. ইসলামী আন্দোলন বাংলাদেশ (আমীর: মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম) ৪. বাংলাদেশ খেলাফত মজলিস (আমীর: মাওলানা ইসমাইল নূরপুরী)

‎অভিযোগের প্রেক্ষাপট
‎ইসি সূত্র জানায়, প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযোগে বলা হয়, নির্বাচনী তফসিল অনুযায়ী ২১ জানুয়ারির পূর্বে যেকোনো ধরনের প্রচারণা নিষিদ্ধ থাকলেও এই চারটি দল নিয়মিতভাবে গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রেখেছে।

‎চিঠিতে যা বলা হয়েছে
‎ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন-এর সই করা চিঠিতে উল্লেখ করা হয়, ‎”২১ জানুয়ারির পূর্বে নির্বাচনি প্রচারণা নিষিদ্ধ থাকা সত্ত্বেও আপনাদের দল নির্বাচনি প্রচারণা অব্যাহত রেখেছে, যা ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫’-এর বিধি ১৮-এর স্পষ্ট পরিপন্থী। নির্বাচন কমিশন অভিযোগটি পর্যালোচনা করে নির্ধারিত সময়ের আগে প্রচারণা থেকে বিরত থাকার জন্য আপনাদের সতর্ক হওয়ার নির্দেশনা দিচ্ছে।”

‎নির্বাচনী সময়সূচী ও কড়াকড়ি
‎তফসিল অনুযায়ী, আজ ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দের পরই কেবল প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। এর আগে কোনো ধরনের শো-ডাউন, ব্যানার বা সভা-সমাবেশ করা দণ্ডনীয় অপরাধ।

‎কমিশন হুঁশিয়ারি দিয়েছে যে, এই সতর্কবার্তার পরও যদি কোনো দল বা প্রার্থী বিধি লঙ্ঘন করেন, তবে তাদের প্রার্থিতা বাতিলসহ আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর