Wednesday 21 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চ্যাম্পিয়নস লিগ
মোনাকোকে গুঁড়িয়ে দিয়ে সমালোচনার জবাব দিল রিয়াল

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৬ ০৮:৫৬

মোনাকোর জালে রিয়ালের ৬ গোল

একের পর এক হার, কোচ বদল, ঘরের মাঠে সমর্থকদের দুয়ো; সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের সময়টা ভালো যাচ্ছিল না। অবশেষে সান্তিয়াগো বার্নাব্যুতে দুর্দান্ত এক জয়ে সব সমালোচনার জবাব দিল রিয়াল। চ্যাম্পিয়নস লিগে এমবাপের জোড়া গোলে মোনাকোকে ৬-১ ব্যবধানে বিধ্বস্ত করে বড় জয় পেয়েছে মাদ্রিদ।

ঘরের মাঠে ম্যাচজুড়েই প্রতিপক্ষের উপর ছড়ি ঘুরিয়েছে রিয়াল। ৫ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন এমবাপে। ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন তিনিই। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের জালে আরও ৪ বার বল জড়িয়েছে রিয়াল। ৫১ মিনিটে তৃতীয় গোল করেন মাস্তানতুনো। ৫৫ মিনিটে কেহেরের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে।

বিজ্ঞাপন

৬৩ মিনিটে দলের ৫ম গোল আসে ভিনির পা থেকে। ৮০ মিনিটে বেলিংহাম করেন রিয়ালের ষষ্ঠ গোল। ৭২ মিনিটে তেজের গোলে শুধু হারের ব্যবধানই কমিয়েছে মোনাকো।

শেষ পর্যন্ত ৬-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। এই জয়ে ৭ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে উঠে এল রিয়াল। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর