Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মুন্সীগঞ্জে খাল থেকে নিখোঁজ অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৬:০৮

প্রতীকী ছবি।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি খাল থেকে নিখোঁজ এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাই করে চালককে হত্যা করে খালে ফেলে দেওয়া হয়েছে।

নিহত অটোরিকশা চালকের নাম মো. সোহেল মিয়া (২৭)। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার নাগরপাড়া গ্রামের মহল আলীর ছেলে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে শ্রীনগর উপজেলার হাসাড়া ২ নম্বর ব্রিজের নিচের খালে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে শ্রীনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

বিজ্ঞাপন

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার পর থেকে সোহেলের ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। আজ সকালে তার মরদেহ উদ্ধার করা হলেও এখনো তার ব্যবহৃত অটোরিকশাটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ কারণে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অজ্ঞাতনামা ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে সোহেল মিয়াকে হত্যা করে লাশ খালে ফেলে রেখে গেছে।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধারে পুলিশ কাজ করছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর