ঢাকা: আগামী ২৫ জানুয়ারি থেকে সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আবারও পুরোদমে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্ত করার কাজ চলছিল। এই প্রক্রিয়ার জটিলতা এড়াতে গত বছরের শেষ দিকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।
এ বিষয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক বলেন, নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করতে আমরা কতিপয় জরুরি সংশোধন ব্যতীত সাধারণ সব ধরনের সংশোধন কার্যক্রম বন্ধ রেখেছিলাম।
তিনি জানান, ভোটার তালিকার কাজ গুছিয়ে আনায় আগামী ২৫ জানুয়ারি থেকে নাগরিকরা আবারও এনআইডি সংশোধনের জন্য নিয়মিতভাবে আবেদন করতে পারবেন।
২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম শুরু
স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৮:৫৩ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৯:৪০
২২ জানুয়ারি ২০২৬ ১৮:৫৩ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৯:৪০
সারাবাংলা/এনএল/এসআর