Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ জানুয়ারি থেকে এনআইডি সংশোধন কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১৮:৫৩ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৯:৪০

-ফাইল ছবি : সারাবাংলা

ঢাকা: আগামী ২৫ জানুয়ারি থেকে সারাদেশে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আবারও পুরোদমে শুরু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

‎জানা গেছে, আসন্ন গণভোট ও সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্ত করার কাজ চলছিল। এই প্রক্রিয়ার জটিলতা এড়াতে গত বছরের শেষ দিকে এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

‎এ বিষয়ে এনআইডি অনুবিভাগের মহাপরিচালক বলেন, নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করতে আমরা কতিপয় জরুরি সংশোধন ব্যতীত সাধারণ সব ধরনের সংশোধন কার্যক্রম বন্ধ রেখেছিলাম।

‎তিনি জানান, ভোটার তালিকার কাজ গুছিয়ে আনায় আগামী ২৫ জানুয়ারি থেকে নাগরিকরা আবারও এনআইডি সংশোধনের জন্য নিয়মিতভাবে আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর