Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি থেকে মির্জা আব্বাসকে বহিষ্কারের অনুরোধ পাটওয়ারীর

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৭:৫৭ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:২৪

জরুরি সংবাদ সম্মেলনে ঢাকা-৮ আসনের প্রার্থী ও এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

ঢাকা: ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি থেকে মির্জা আব্বাসকে বহিষ্কারের জন্য দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অনুরোধ জানিয়েছেন।

তিনি অভিযোগ করেন, হাবিবুল্লাহ বাহার কলেজ এলাকায় মির্জা আব্বাসের অনুসারীরা তাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফকিরাপুলের একটি মিলনায়তনে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ ১১ দলীয় জোটের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “মির্জা আব্বাসের বাহিনী আমাদের ওপর সন্ত্রাসী হামলা করেছে। তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে— তিনি কি তার দলে সন্ত্রাসীদের রাখবেন, নাকি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাদের বহিষ্কার করবেন। আমি স্পষ্টভাবে মির্জা আব্বাসকে বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানাচ্ছি।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “যারা আজ আমাদের ওপর হামলা করেছে, তাদের বিচার আমি পুরো বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরছি। আগামী ১২ তারিখে ভোটের মাধ্যমেই জনগণ এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে।”

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “আমরা বিচারহীনতার সংস্কৃতির মধ্যে রয়েছি। নির্বাচন কমিশন সবকিছু দেখেও নীরব রয়েছে এবং একটি দলের পক্ষে অবস্থান নিচ্ছে। আমাদের নিরাপত্তা নিশ্চিত না করেই মাঠে ছেড়ে দেওয়া হয়েছে।”

তিনি অভিযোগ করে বলেন, “এরইমধ্যে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকসহ অন্তত ৫০ জন প্রার্থীকে অনুমোদন দেওয়া হয়েছে। ভোট হওয়ার আগেই তাদের সংসদে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে একটি লজ্জাজনক অধ্যায়।”

তিনি নির্বাচন কমিশনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “সুষ্ঠু নির্বাচনের দায়িত্ব আপনাদের। আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না।”

বিজ্ঞাপন

বগুড়ায় দেশীয় মদসহ গ্রেফতার ২
২৭ জানুয়ারি ২০২৬ ১৯:২২

আরো

সম্পর্কিত খবর