Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারায়ণগঞ্জে ‘ডাকাতের গুলিতে’ একজনের মৃত্যু


৯ সেপ্টেম্বর ২০১৮ ১২:৫০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট ।।

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির নাম জাকারিয়া জাকির।

পুলিশের দাবি ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরে ডাকাতদের গুলিতে জাকির মারা গেছে। সে একজন চিহ্নিত ডাকাত বলেও জানিয়েছে পুলিশ।

রোববার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার মর্দাসাদি এলাকা থেকে জাকিরের গুলিবিদ্ধ লাশটি উদ্ধার করে পুলিশ। এসময় লাশের পাশ থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

নিহত জাকির ঢাকার দক্ষিণখান গোয়ালটেক এলাকার নুরু মিয়ার ছেলে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হক জানান, ভোরে উপজেলার মর্দাসাদি এলাকায় লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের পাশ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে রাতে কোন একসময় ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জেরেই তাকে গুলি করে হত্যা ডাকাতরা। সে ডাকাত দলের সক্রিয় সদস্য বলেও জানিয়েছেন ওসি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএমএন

নারায়ণগঞ্জ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর