সামরিক খাতে ব্যয় বাড়ানো উচিত ইউরোপের: ট্রাম্প ও ম্যাঁখো
১০ নভেম্বর ২০১৮ ২১:১৫
।। আন্তর্জাতিক ডেস্ক ।।
প্রথম বিশ্বযুদ্ধ শেষ হবার একশ বছর উপলক্ষে বিশ্বনেতারা মিলিত হচ্ছেন ফ্রান্সে। সেখানে এক বৈঠকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁখো ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউরোপের নিরাপত্তায় সামরিক খাতে ব্যয় বৃদ্ধি করা উচিত। খবর বিবিসির।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র শক্তিশালী ইউরোপ চেয়েছিল। কিন্তু ইউরোপ অনেক ক্ষেত্রেই যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।
ম্যাখোঁ ট্রাম্পের অভিযোগকে মেনে নিয়ে বলেন, সামরিক জোট ন্যাটোতে ইউরোপের ব্যয় বাড়ানো উচিত। এতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ কমবে।
উল্লেখ্য, এই দুই বিশ্বনেতার মধ্যে গত সপ্তাহে এক মন্তব্যকে কেন্দ্র করে শীতল সম্পর্ক বজায় ছিলো। গত ৬ নভেম্বর ইউরোপ ১ রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাখোঁ বলেন, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার হুমকি মোকাবিলায় ইউরোপের যৌথ সামরিক বাহিনী প্রয়োজন।
আরও পড়ুন: খাশোগি হত্যার রেকর্ডিং সৌদিসহ কয়েকটি দেশকে দিয়েছে তুরস্ক
পাল্টা জবাবে ট্রাম্প টুইট করে বলেছিলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাঁখো আমাদের হুমকি থেকে বাঁচতে ইউরোপের নিজস্ব সামরিক বাহিনী গঠনের কথা বলছেন, যা অপমানজনক। কিন্তু তার আগে ন্যাটোতে তাদের বরাদ্দ বাড়ানো উচিত। যেখানে সিংহভাগ ভর্তুকি যুক্তরাষ্ট্র দিয়ে থাকে।
ফ্রান্স ইতোমধ্যে সামরিক খাতে ব্যয় বাড়িয়েছে জিডিপির ২ শতাংশ।
সারাবাংলা/এনএইচ